প্রকাশিত: Thu, Mar 23, 2023 5:04 AM
আপডেট: Mon, Jan 26, 2026 2:05 AM

পাকিস্তানে জঙ্গি হামলায় আইএসআইর ব্রিগেডিয়ার জেনারেলসহ নিহত ৮

ইমরুল শাহেদ: পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান ও ডেরা ইসমাইল খান জেলার পৃথক দুটি ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। দি ট্রিবিউন 

পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গিদের সঙ্গে গোলাগুলির সময় সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) ব্রিগেডিয়ার মুস্তাফা কামাল বার্কি ও তার গাড়ি চালক নিহত হন। তার টিমের সাতজন গোলাগুলিতে আহত হয়েছে, তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। পিটিআই

কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ডন অনলাইন

এর আগে একইদিন ভোররাতে ডেরা ইসমাইল খান জেলার খুট্টি এলাকায় পুলিশের একটি চেকপয়েন্টে জঙ্গিরা গুলিবর্ষণ করে, নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে পুরো এলাকা ঘিরে ফেলে বের হওয়ার সব রাস্তা বন্ধ করে দেয়। এক পর্যায়ে সাগ্গু এলাকায় পলায়নপর জঙ্গিদের তারা বাধা দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়।

আইএসপিআর জানিয়েছে, এখানে তীব্র বন্দুক লড়াইয়ে তিন সেনা ও তিন জঙ্গি নিহত হন। নিহত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও প্রচুর গুলি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে তারা। এ সময় এক পুলিশ কর্মকর্তা আহত হন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব